ভোলার চরফ্যাশনে মো. হারুন (১৮) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়ন ৪নম্বর ওয়ার্ড হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হারুন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ২নম্বর ওয়ার্ডের মনু পালোয়ানের ছেলে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন জানান, বুধবার সকাল ৯টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়ন ৪নম্বর ওয়ার্ড হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীর থেকে অটোরিকশাচালক হারুনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, অন্য কোনো জায়গায় গলা কেটে হত্যা করার পর ওই স্থানে মরদেহ ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ