ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

শেখ হাসিনার জনসভা ঘিরে সিলেটে ৪ জোড়া স্পেশাল ট্রেন

প্রকাশনার সময়: ২০ ডিসেম্বর ২০২৩, ১২:৩৯

সিলেট থেকে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) সিলেটের হযরত শাহজালাল ও শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত এবং জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু হবে। এদিকে এ জনসভাকে কেন্দ্র করে নেতা-কর্মীদের যাতায়াতের সুবিধার্থে আজ বুধবার সিলেটের বিভিন্ন রুটে চার জোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশে রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (আর) মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চিঠিতে বলা হয়েছে,শায়েস্তাগঞ্জ-সিলেট-শায়েস্তাগঞ্জ রুটে দুই জোড়া, মনতলা-সিলেট-মনতলা এবং সিলেট-বরমচাল-কুলাউড়া-সিলেট রুটে এক জোড়া করে মোট চার জোড়া স্পেশাল ট্রেন যাওয়া-আসা করবে।

জনসভাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের আবেদনের প্রেক্ষিতে এ বিশেষ ট্রেন সার্ভিসের অনুমোদন দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ