ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জয়পুরহাটে নিকাহ্ রেজিস্ট্রারদের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশনার সময়: ২০ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩, ১২:০৭

জয়পুরহাটে জেলা নিকাহ্ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকদের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় জয়পুরহাট জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ এ কর্মশালার উদ্বোধন করেন জয়পুরহাট জেলা রেজিস্ট্রার মো. শরীফ তোরাফ হোসেন।

প্রশিক্ষণ প্রদান করেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার মো. শহিদুল ইসলাম, মো. জুয়েল রানা সদর উপজেলা সাব রেজিস্ট্রার ও জয়পুরহাট জেলা নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সভাপতি আবুবকর সিদ্দিক।

প্রশিক্ষণ কর্মশালায়, নিকাহ্ রেজিস্ট্রারদের বাল্য বিবাহ রোধ প্রত্যেকটি কন্যার বয়স ১৮ বছর ও ছেলের বয়স ২১ বছর পূরণ হওয়ার পর নিকাহ্ নিবন্ধন করার আইন অনুযায়ী রেজিস্ট্রি করার বিধান রয়েছে। বাল্য বিবাহ রেজিস্ট্রি করলে আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে। আর মোহরানা যা নির্ধারণ করা হবে তা স্বচ্ছভাবে এ বহিতে লিপিবদ্ধ করতে হবে, কোন কাটাকাটি করা চলবে না। নিকাহ্ রেজিস্ট্রারদের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ