মহান বিজয় দিবসের ৫২ বছর পূর্তি উপলক্ষে বাগেরহাট জেলা আওয়ামী লীগ শহরে বিজয় র্যালি ও সমাবেশ করেছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টায় শহরের রেলরোড জেলা আওয়ামী লীগ অফিস চত্ত্বরে বিজয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। বাগেরহাটে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েত উদ্দিন, সহসভাপতি মো. শাহ ই আলম বাচ্চু, ফরিদ উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা পৌর মেয়র খান হাবিবুর রহমান, মনোয়ার হেসেন টগর, নকীব নজিবুল হক নজু, শেখ আক্তারুজ্জামান বাচ্চু, শেখ বশিরুল ইসলাম সহ দলটির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বাগেরহাট সদরের এমপি শেখ তন্ময়ের নের্তৃত্বে বিশাল বিজয় র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় অফিসে চত্ত্বরে এসে শেষ হয়। র্যালীতে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েত উদ্দিনসহ দলটির সহযোগী সংগঠনের কয়েক হাজার কর্মী সমর্থক অংশ নেয়।
নয়াশতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ