ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে: আ ফ ম রুহুল হক

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২৩, ১৯:০৪

৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু নির্বাচন বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। যড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালিতে আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে পথসভায় তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার সকালে সাতক্ষীরার কালিগঞ্জের নলতা থেকে এই র‍্যালি শুরু হয়ে আশাশুনির বিভিন্ন ইউনিয়ন ও বাজার প্রদক্ষিণ করে বুধহাটা ইউনিয়নে এসে র‍্যালি শেষ হয়।

সাতক্ষীরা-৩ আসনে নৌকার মনোনীত প্রার্থী ডা. আফম রুহুল হক এমপির নেতৃত্বে র‍্যালিতে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, দেবাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, তারালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেনুজ্জামান, উপজেলা খাজরা ইউনিয়নের চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, বুধহাটা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুল হকসহ বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেন, বর্তমান সরকারের সময়ে আশাশুনিতে অনেক উন্নয়ন হয়েছে। মানিকখালি ব্রিজ, আশাশুনি বাইপাস, ফায়ার সার্ভিস নির্মাণ,আশাশুনি কলেজকে জাতীয় করণ করা হয়েছে। এছাড়া আশাশুনি, কালিগঞ্জ ও দেবহাটায় উপজেলায় শত শত রাস্তায় ঘাট, মসজিদ, মন্দির নির্মাণ করা হয়েছে। উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট সমাধানে গভীর নলকূপ ও হাজার হাজার পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিবছর বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। টেকসই বাঁধের জন্য ১২হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ তারিখে নির্বাচনে বিজয়ী হয়ে কাজগু‌লো‌ চলমান রাখবো। আগামী ৭ তারিখের নির্বাচন বানচাল করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। এটি প্রতিহত করতে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা ক্ষমতায় এসে মানুষের চিকিৎসা সেবার কথা ভেবে সাতক্ষীরায় মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাতক্ষীরা মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) করেছি। বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়েছে। আগামীতে সরকার ক্ষমতায় আসলে সাতক্ষীরায় রেললাইন করবো।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ