ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

কুমিল্লায় আ. লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৮

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মুজিবুল হক মুজিবের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজানের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে কাশিনগর বাজারে গণসংযোগ করার সময় ঘটনাটি ঘটে। এতে দুই জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান গণসংযোগ করতে সমর্থকদের নিয়ে কাশিনগর বাজারে আসেন। এসময় বর্তমান সাংসদ সদস্য মুজিবুল হক মুজিবের অনুসারী ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের ধাওয়া করা হয়। পরে উভয় পক্ষ সংর্ঘাতে জড়িয়ে পড়ে। এ ঘটনায় মিজানুর রহমানের দুই অনুসারী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান বলেন, নির্বাচনী প্রতীক বরাদ্দের পর আমি কাশিনগর বাজারে গণসংযোগ করতে গেলে আমাদের ওপর হামলা চালায় মুজিবুল হকের অনুসারী ইউপি চেয়ারম্যান মোশাররফ। নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত অভিযোগ করব। আমার দুই কর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে জানতে সংসদ সদস্য মুজিবুল হক মুজিবের মুঠোফোনে কল দেওয়া হয়। সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোট কেটে দেন। চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। অভিযোগ পেলে প্রয়োজনী ব্যবস্থা নেব।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ