শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মাহির পা ধুয়ে বরণ করে নিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২৩, ২২:৪৮ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩, ২২:৫২

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে পা ধুইয়ে বরণ করে নিয়েছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা। এই আসনে ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে তানোর উপজেলার পাচন্দ ইউনিয়নের পুন্দাইন (গুড়ইল) সাঁওতালপল্লীর নারীরা মাহিকে বরণ করে নেন।

সন্ধ্যায় সাঁওতালপাড়ায় মাহিয়া মাহিকে বরণের একটি ভিডিও মাহি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন। এতে তিনি লেখেছেন, ‘আদিবাসী ভাই-বোনরা আমাকে বরণ করে নিলো, মা-বোনদের মার্কা কি, ট্রাক ছাড়া আবার কি।’

ভিডিওটিতে দেখা গেছে, একটি চেয়ারে বসে আছেন মাহি। তার সামনে দুটি থালা রয়েছে। কাঁসার থালায় মাহির দুই পা রেখে অপর থালার পানি দিয়ে ধুয়ে দিচ্ছেন আদিবাসী এক নারী। মাহিকে এমনভাবে বরণের দৃশ্য দেখছেন চারপাশের মানুষ। এরপর মাহি সাঁওতালপল্লীর প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের থেকে ভোট চান।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন মাহি। প্রথম দিনেই তিনি তানোর উপজেলায় নির্বাচনী প্রচারণা চালান। তিনি তানোরের কয়েকটি এলাকায় দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করেন।

রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। তিনি নৌকা প্রতীকে নির্বাচন করছেন।

এদিকে রাত ৮টার দিকে তানোর উপজেলার মুন্ডুমালা সদরে মাহিয়া মাহি তার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মাহির কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় মাহি ভোটারদের কাছ থেকে দোয়া ও ভোট চান।

তফসিল অনুযায়ী আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখন চলবে প্রচার-প্রচারণা, যা শেষ হবে ৫ জানুয়ারি সকাল ৮টায়। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

জেলার তানোর-গোদাগাড়ী উপজেলা মিলে রাজশাহী-১ আসন। আসনটিতে চারটি পৌরসভা ও ১৬ ইউনিয়ন পরিষদ রয়েছে। এই আসনে ভোটার ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন। দুই উপজেলা মিলে ভোটকেন্দ্র ১৫৮টি। ভোটকেন্দ্রের কক্ষের সংখ্যা ৯৯৪টি। অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা ৫১টি। নতুন ভোটকেন্দ্রের সংখ্যা ১৩টি। এই আসনে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৬৫৩ জন। নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৫৬৪ জন। এই আসনে একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ