ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

নাটোর- ৪ আসনে ট্রাক মার্কা প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী শোভন 

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২৩, ২১:৫৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর- ৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন ট্রাক মার্কা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের নৌকা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক আলাউদ্দিন মৃধা, তৃণমূল বিএনপির আব্দুল খালেক সোনালী আঁশ, জাতীয় পার্টির জেপি সেলিম রেজা বাই সাইকেল, বিএমএমপির গাজী আবু সায়েম রতন নৌকার স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন ট্রাক ও জাহিদুল ইসলাম ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার ট্রাক মার্কা প্রতীক পেয়েই নির্বাচনের প্রচার-প্রচারণায় নেমে পড়েছি।

বিকালে বড়াইগ্রাম উপজেলার ৯টি স্থানে পথসভা করবেন। তিনি আরও বলেন, নির্বাচনের মাঠ ছেড়ে চলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। গুরুদাসপুর-বড়াইগ্রাম দুই উপজেলার মানুষের ভালবাসায় বিপুল ভোটে নির্বাচিত হয়ে আমার বাবা প্রয়াত সংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস সাহেবের অসমাপ্ত বাকি কাজগুলো করতে চাই।

নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু নাছের ভূঁঞা বলেন, নাটোর-৪ আসনের ৯ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক নেওয়ার পর থেকেই ভোটের মাঠে পুরোদমে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তবে সব প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি মেনে চলতে হবে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ