শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে নৌকার বিজয় সুনিশ্চিত: পলিন 

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৯:৪১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর বিশ্বম্ভরপুর) আসনে নৌকার বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। তিনি বলেন, বিগত দশ বছর পর জননেত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলাবাসীকে নৌকা প্রতীক উপহার দিয়েছেন। দীর্ঘ দশটি বছর এই আসনটিতে দলীয় এমপি না থাকায় আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। আমরা বিভিন্ন উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি, যার একটাই কারণ এই আসনে নৌকার এমপি ছিলেন না। তাই এবার সময় এসেছে, জননেত্রী শেখ হাসিনা আমাদের নৌকা প্রতীক দিয়েছেন। আমরা ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করে সুনামগঞ্জ-৪ আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে হবে।

সোমবার (১৮ ডিসেম্বর) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে উপজেলা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত বিশাল মহিলা সমাবেশে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে নোমান বখত পলিন এসব কথা বলেন।

নোমান বখত পলিন বলেন, আপনারা জানেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা হওয়ার পরে আপনাদের কথা দিয়েছিলাম সুনামগঞ্জ-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের একজন প্রার্থী নিয়ে আসবো। ইনশাআল্লাহ আমরা নৌকা প্রতীকের একজন প্রার্থী নিয়ে এসেছি। এই আসনটি আওয়ামী লীগের আসন, তা আগামী ৭ জানুয়ারি আপনারা ভোটের মাধ্যমে প্রমাণ করবেন।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের গরীব ও অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য বয়স্ক ও বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা চালু করেছেন। আজ দেশের প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ডের হাজার-হাজার, শত-শত মানুষ ভাতা পাচ্ছেন। এর বাইরেও ভিজিডি, ভিজিএফ, ফ্যামিলি কার্ডসহ নানান সুবিধা পাচ্ছে মানুষ। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় নির্বিঘ্নে এসব সুবিধা পাচ্ছে মানুষজন।

আওয়ামী লীগের নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে নোমান বখত পলিন বলেন, নির্বাচন এলে অনেকে অনেক কথা বলেন। অথচ দেশের দুর্যোগ-দুর্বিপাকে কিংবা সাধারণ মানুষের বিপদে তাদের সারা বছর দেখা যায় না। ভোট এলে যারা বড় বড় কথা বলেন তাদের বলবেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে পদ্মাসেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেলসহ বড়-বড় মেঘা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু হয়েছে। দেশে শতশত সেতু, শত মহাসড়ক, ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরে-ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বনিক, কোষাধ্যক্ষ মুজিবুর রহমান, সদস্য সাজ্জাদ হুসেন নাহিদ, বিশ্বম্ভপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক দিলিপ বর্মন, সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, পলাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ, উপজেলা কৃষক লীগের সভাপতি হুমায়ূন কবির মৃধা প্রমুখ।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ