ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

মঠবাড়িয়ায় শিক্ষকদের ৭ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু 

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৫০ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় শ্রেণি শিক্ষকদের ৭ দিনব্যাপী বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) স্থানীয় কে এম লতিফ ইনস্টিটিউশন ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইউমের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আবুল খায়ের (চলতি দায়িত্ব) এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা।

শিক্ষা অফিসার এ কে এম আবুল খায়ের (চলতি দায়িত্ব) জানান, ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম এর আওতায় ৭ দিনব্যাপী ৮ম ও ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণি শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। ১১টি বিষয়ের উপর এই প্রশিক্ষণ হবে। এতে মোট ৯২৬ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ