ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

চিরকুটে লেখা ছিল, ‘মনের কষ্ট নিয়ে আমি আত্মহত্যা করেছি’

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৬:৫২ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৬

গাজীপুরের শ্রীপুরে আরজিনা আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল, ‘মনের কষ্ট নিয়ে আমি আত্মহত্যা করেছি।’

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গ্রামের ঢংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রী ওই গ্রামের বাদল মিয়ার মেয়ে। সে স্থানীয় ধনুয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

গাজীপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. মিজানুর রহমান বাচ্চু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি জানিয়েছি। আত্মহত্যার কারণ জানতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। স্বজনরা আত্মহত্যার কারণ জানাতে পারেনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার মনের কষ্ট নিয়ে আমি আত্মহত্যা করেছি। আমাকে সবাই মাফ করবেন।’এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ