ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন আ.লীগের সালাম

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৬:২৬

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের প্রার্থিতা ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

ঋণখেলাপের অভিযোগ এনে সালামের প্রার্থিতা বাতিল চেয়ে বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান আপিল করেন নির্বাচন কমিশনে। ওই আপিলের শুনানিতে তার প্রার্থিতা বাতিল হয়েছিল।

পরে প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে আবেদন করেন তিনি। ওই আবেদনের শুনানিতে আব্দুস সালাম ফিরে পেলেন প্রার্থিতা।

আব্দুস সালাম ১৯৯৬ এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছিলেন। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে সোমবার (১৮ ডিসেম্বর)। এদিন সকাল থেকে রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিচ্ছেন। প্রতীক পাওয়ার পর থেকেই প্রচার-প্রচারণায় মাঠে নামছেন প্রার্থীরা। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ