ফরিদপুরের সদরপুর উপজেলায় পানিতে ডুবে হাফিজা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটানা ঘটে।
নিহত হাফিজা ওই গ্রামের প্রবাসী মো. সেলিম মাতুব্বরের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, হাফিজা বাড়ির পাশে পুকুর পাড়ে বাচ্চাদের সাথে খেলছিল। এক পর্যায়ে সে পানিতে পড়ে যায়। পরবর্তীতে স্বজনরা হাফিজাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য কাজী মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ