ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

হাটহাজারীতে আবারও নৌকাবিহীন সংসদ নির্বাচন

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৫:৪১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে (জাপা) চট্টগ্রাম-৫ হাটহাজারী সংসদীয় আসন ছেড়ে দিয়েছে। এ আসনে লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করবেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বর্তমানে এ আসনে টানা তিনবার সংসদীয় সদস্য। আসন সমঝোতায় এবারও তিনি জোটের মনোনয়ন পেয়েছেন।

এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। দলটির জোটসঙ্গী হিসেবে এই আসন ছেড়ে দিতে পারে বলে আলোচনা ছিল শুরু থেকেই, হয়েছেও তাই।

গত কয়েকদিনে দুই দলের বৈঠকের পর আসনটি চূড়ান্ত হয়। এরপর এই আসনে দলীয় প্রার্থীকে সিদ্ধান্তটি জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন আওয়ামী লীগ নেতা মো. আব্দুস সালাম।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী গত রোববার (১৭ ডিসেম্বর) নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হচ্ছে। প্রতীক নিয়ে প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচারণা চালাতে পারবেন। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ