ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

কুড়িগ্রামে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেফতার ২ 

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৪:১১

কুড়িগ্রামে ২ কেজি ৯শ গ্রাম গাঁজা ও ৬ বোতল বিদেশি মদসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ফুলবাড়ী থানাধীন ১নম্বর নাওডাঙ্গা ইউনিয়নের তালুক শিমুলবাড়ি (রাবাইটারী) গ্রামের মো. মাইদুল ইসলাম (২৪) ও পশ্চিম খামার গ্রামের মো. মতিউর রহমান (২৯)।

পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন ১নম্বর নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রাম থেকে মাদক কারবারি মো. মাইদুল ইসলামকে ২ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। অপরদিকে কচাকাটা থানা পুলিশের একটি চৌকস টিম গত ১৬ ডিসেম্বর রাতে কচাকাটা শোভার কুটি এলাকা থেকে মাদক কারবারি মো. মতিউর রহমানকে ৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ