ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ভাষা সৈনিক শিক্ষকের স্মৃতি ধরে রাখতে ভাস্কর্য স্থাপন

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৩:১৭ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৮

১৬ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার ৫২ বছর। ১৯৩৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন, ভাষাসৈনিক, একুশে পদকপ্রাপ্ত, বিশিষ্ট শিক্ষাবিদ ও ভারতেশ্বরী হোমসের প্রাক্তন অধ্যক্ষ প্রতিভা মুৎসুদ্দী। তাকে সকলে মিস মুৎসুদ্দি নামেই ডেকে থাকেন। তার ৮৮ তম জন্মদিন উপলক্ষে দিনটি স্মরণীয় করে রাখতে ভারতেশ্বরী হোমসের (উচ্চ মাধ্যমিক) ’৮৫ ও ’৮৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় ‘মিস মুৎসুদ্দী’র ভাস্কর্য স্থাপন করে তাকে উপহার স্বরূপ তুলে দেন।

শনিবার দুপুরে ভারতেশ্বরী হোমসের পিপিএম হলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা ও ভাস্কর্যটির উদ্বোধন করা হয়। এসময় দুই ব্যাচের অর্ধশতাধিক প্রাক্তন শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশ নেয় এবং তাদের পুরনো স্মৃতি তুলে ধরেন।

এসময় অন্যান্যের মধ্যে অভিনেত্রী অরম্নণা বিশ্বাস, আফসানা মিমি, ফারজানা হোসাইন কংকন, কুমুদিনী হাপসাতালের পরিচালক ডাঃ প্রদীপ কুমার রায়, ভারতেশ্বরী হোমসের প্রাক্তন উপাধ্যক্ষ গোলাম কিবরিয়া, কুমুদিনী হাসপাতালের জেনারেল ম্যানেজার অনিমেষ ভৌমিক, শিক্ষক হেনা সুলতানাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ