ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

টাঙ্গাইল-৭ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৩:০৯

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসন থেকে দুই প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীতা প্রত্যাহারের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

প্রার্থীতা প্রত্যাহারকারীরা হলেন, টাঙ্গাইল জেলা আ.লীগের সদস্য ও মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই সানি ও উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মো. মোশারফ হোসেন।

এছাড়া এ আসনে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮ প্রার্থী। তারা হলেন, আ.লীগের প্রার্থী খান আহমেদ শুভ, স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, জাতীয় পার্টির জহিরুল ইসলাম জহির, ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী পাওয়ার, জাতীয় সমাজতান্ত্রিক দলের মঞ্জুর রহমান মজনু, কৃষক শ্রমিক জনতা লীগের আরমান হোসেন তালুকদার তাপস, বাংলাদেশ কংগ্রেস পার্টির রূপা রায় চৌধুরী, জাকের পার্টির মোক্তার হোসেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ