ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

টাঙ্গাইলে আটটি আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২৩, ১৮:১৯ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩, ১৮:২৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে আটটি সংসদীয় আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরপরও এসব আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ৫৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেল পর্যন্ত শেষে দিনে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মুরাদ সিদ্দিকী, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জাতীয় পার্টির আব্দুর রহিম, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে উপজেলা আওয়ামী লীগের সদস্য রাফিউর রহমান ইউসুফজাই সানি এবং ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোশারফ হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এছাড়া ৬টি আসন থেকে জাকের পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মো. রফিকুল ইসলাম, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে এনামুল হক মনজু, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আব্দুল আজিজ খান, টাঙ্গাইল-৫ (সদর) আসনে মো. দুলাল মিয়া, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে রাকিব হোসেন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আব্দুল জলিল।

এর আগে প্রতিদ্বন্দ্বিতা করতে টাঙ্গাইলের ৮টি আসনে মোট ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। এর মধ্যে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। এর মধ্যে জেলা রিটার্নিং অফিসারের বিরুদ্ধে আপিল করে অনেকেই মনোনয়নপত্র ফিরে পান।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ