সুনামগঞ্জ ১, ৩ ও ৫ আসনে তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রত্যাহার করা যাবে আজ বিকেল ৪টা পর্যন্ত।
রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় ৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করায় জেলার ৫টি আসনে মোট প্রার্থী ৩০ জন। এর আগে নির্বাচন কমিশনে আপিলের পরে বৈধ প্রার্থী ছিল ৩৩ জন।
মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, সুনামগঞ্জ-১ আসনে বিকল্পধারার প্রার্থী রফিকুল ইসলাম চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে জাকের পার্টির প্রার্থী নজরুল ইসলাম, সুনামগঞ্জ-৫ আসনে জাকের পার্টির প্রার্থী ইয়াকুব আলী।
মনোনয়নপত্র দাখিলের সময় মোট প্রার্থী ছিলেন ৪১ জন। মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে বাদ পরে ৮ জন। সুনামগঞ্জ-২ আসনে গণতান্ত্রিক পার্টির প্রার্থী মিহির রঞ্জন দাসের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।
রিটার্নিং অফিসার রাশেদ ইকবাল চৌধুরীর জানান, এখন পর্যন্ত তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। আবেদন যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ