ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২৩, ১৭:১৬

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কাভার্ডভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মো. ওহাব খান সুমন (৫০) নামে সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই যাত্রী।

রোববার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের বেতকা-তেঘরিয়া সড়কের কালিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ওহাব খান সুমন (৫০) গজারিয়া উপজেলার ইসমানিরচর গ্রামের মৃত হাজী মোবারক আলীর ছেলে। গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কাভার্ডভ্যানটি বেতকা হতে ঢাকার দিকে যাচ্ছিল। আর সিএনজিটি বেতকার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে কালিনগর এলাকায় গাড়ি দুটি মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন মারা যায় ,আহত হয় সিএনজির দুই যাত্রী।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. মুজাহিদুল ইসলাম সুমন জানান, গাড়ি দুটি আটক করা হয়েছে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ