ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিজয় দিবসে রূপগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:২৬

মহান বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাচঁ’শ অধিক গরিব ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে পূর্বাচল মেডি লাইফ স্পেশালাইজড হাসপাতাল।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্বাচলের হাবিব নগর এলাকার হাসপাতাল প্রাঙ্গণে এ সেবার উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মজিব মেডিক্যাল কলেজের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

হাসপাতালের চেয়ারম্যান শাহীন মালুমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ইদ্রিস আলী মিল্টন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভূইয়া, হাসপাতালের পরিচালক মনিরুজ্জামান ভূইয়া, মোকলেছুর রহমান, বিপাশা মালুম, পরিচালক ডা. ইলামনিসহ অনেকে।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বিজয়ের এ আনন্দের দিনে অসহায় রোগীদের সেবা প্রদানের মাধ্যমে জনসেবায় ভূমিকা রাখার জন্যই এমন উদ্যোগ গ্রহণ করেছে পূর্বাচল মেডি লাইফ স্পেশালাইজড হাসপাতাল।

তারা আরও জানান, বিজয়ের পুরো মাসজুড়ে গরিব ও অসহায় রোগীদেরকে অর্ধেক মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।

নয়া শতব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ