টাঙ্গাইলের মির্জাপুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে মির্জাপুর থানা প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে নানা কর্মসূচির শুরু হয়।
উপজেলা পরিষদ চত্বরে নির্মিত স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সকাল আটটায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ, শরীরচর্চা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ ও শরীরচর্চা অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন। এসময় প্যারেড মঞ্চে সালাম গ্রহণ করেন উপজেলা
এরআগে কোরআন তেলাওয়াত, গীতাপাঠের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। পরে শান্তির প্রতীক পায়রা উড়ায় অতিথিবৃন্দ।
মির্জাপুর থানার এসআই সোহেলের নেতৃত্বে পুলিশ বাহিনী, আনসার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন করেন। কুচকাওয়াজ শেষে শরীরচর্চা প্রদর্শন করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। এরপর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান হয়। এদিন রাতে একই স্থানে দেশের গুণী শিল্পীদের নিয়ে বিজয় কনসার্ট অনুষ্ঠিত হবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ