গাইবান্ধায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আব্দুস সালাম (৬৩) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের তুলসিঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম ফুলছড়ি উপজেলার খাটিয়ামারি চরের আলী আকবরের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাগনে আফতাব হোসেন বলেন, মামা আব্দুস সালাম বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল ডিপার্টমেন্টে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়ি এসে আজ পরিবার নিয়ে অটোরিকশা যোগে ঘোড়াঘাট আত্নীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে তুলসিঘাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ অটোরিকশাকে মুখোমুখি আঘাত করে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মামা আব্দুস সালাম মারা যান। এ ঘটনায় অটোরিকশায় থাকা মামি, তার সন্তান ও অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাদেরকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলছি। কোন গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন, তা খুঁজে বের করার চেষ্টা করছি। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ