ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

জয়পুরহাটে মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশনার সময়: ১৬ ডিসেম্বর ২০২৩, ১০:০০

নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে বিজয় দিবস উৎযাপিত হচ্ছে। আজ শনিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ২১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা করা হয়। এরপর কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার নুরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আমজাদ হোসেনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তর, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজি-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এছাড়া স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও মার্চ পাস্ট ও কুচকাওয়াজ শেষে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানো হবে। এছাড়াও দিনব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ