ঢাকার আশুলিয়ায় একটি মহল্লার সর্বসাধারণের চলাচলের সরকারি রাস্তা ইটের প্রাচীর দিয়ে বন্ধ করে রেখেছে দুই কারখানা কর্তৃপক্ষ। তবে বিভিন্নভাবে কোম্পানি কর্তৃপক্ষকে বলার পরেও দীর্ঘদিনের বন্ধ রাস্তা খুলে না দেয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার (১৫ডিসেম্বর) বাদ জুমা আশুলিয়ার দুর্গাপুর উত্তর ব্যাপারীপাড়া শাখা সড়কে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা।
স্থানীয় মোবারক হোসেনের নেতৃত্বে কয়েক'শ এলাকাবাসী মিছিল নিয়ে কাঠগড়া সড়ক প্রদক্ষিণ করে ইনসেপ্টা ও পিকাড কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেন এবং বন্ধ রাস্তা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। সেই সময়ে তারা বিভিন্ন স্লোগান দেন।
এলাকাবাসী অভিযোগ, ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড ও পিকাড বাংলাদেশ লিমিটেডটের কর্তৃপক্ষ বাড়ি থেকে বের হওয়ার ব্যাপারীপাড়ার সরকারি রাস্তার ওপরে রাতের আধাঁরে বাউন্ডারি নির্মাণ করে রাস্তা বন্ধ করে দিয়েছে।
হেলাল উদ্দিন বলেন, রাস্তাটি বন্ধ থাকায় এই এলাকায় বসবাসরত শ্রমিকদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শ্রমিকদের আগে এ রাস্তা দিয়ে কারখানায় যেতে ১মিনিট সময় লাগতো। প্রাচীর দিয়ে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রায় দেড় কিলোমিটার ঘুরে কর্মস্থলে যেতে হয়। এ এলাকায় বসবাসরত শ্রমিকরা অনেকেই রুম ছেড়ে চলে গেছে। এতে করে এলাকাটি জনশূন্য হয়ে পড়েছে।
এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলা সম্ভব হয়নি।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ