ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

মোটরসাইকেল দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২৩, ১৮:১৯ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩, ২১:২২

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এজাবউদ্দিন (লাবলু) (৪৮) নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের ভেলাজান বরেন্দ্র পানি সেচ পাম্প (ডিপ টিউবওয়েল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষক বালিয়াডাঙ্গীর ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি ভেলাজান আনছা‌ড়িয়া ফা‌জিল (ডিগ্রি) মাদরাসার জীব বিজ্ঞান বিষয়ের প্রভাষক ছিলেন।

ভেলাজান আনছা‌ড়িয়া ফা‌জিল (ডিগ্রি) মাদরাসার গণিতের শিক্ষক হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, এজাবউদ্দিন (লাবলু) ঠাকুরগাঁওয়ের দিক থেকে বালিয়াডাঙ্গী আসার পথে ভেলাজান বরেন্দ্র পানি সেচ পাম্পের কাছে এসে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন। পরে সেখান থেকে স্থানীয়রা তাকে আহত অবস্থায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ