ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আদমদীঘিতে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২৩, ১৭:৩০

বগুড়ার আদমদীঘিতে আলিমা খাতুন (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার নসরৎপুর ইউনিয়নের শাওইল গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলিমা খাতুন ওই এলাকার শাকিল হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নসরৎপুর ইউনিয়নের শাওইল গ্রামের শাকিল ও তার স্ত্রীর মধ্যে বেশ কিছু দিন ধরে পারিবারিক কলহ চলছিল। গত বৃহস্পতিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে মারধর করে স্বামী। পরের দিন সকালে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার স্বামীর চিল্লাচিল্লিতে পরিবারের সদস্য ও স্থানীয়া এসে মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

মৃত আলিমা খাতুনের স্বামী শাকিল হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আমার স্ত্রীর সাথে আমার কথা কাটাকাটি হয়। আমি তাকে দুটি চড় মেরে বাজারে চলে যাই। রাতে এসে ভাত খেয়ে শুয়ে পড়ি আর আমার স্ত্রীও ছেলের পাশে শুয়ে পড়ে। মধ্য রাতে ঘুম থেকে জেগে দেখি আমার স্ত্রী পাশে নেই। পরে শয়ন ঘরে দরজার কাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখি।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ