কুড়িগ্রামের উলিপুরে অনলাইনে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বজরা ইউনিয়নের কালপানি বজরা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বজরা গ্রামের মো. আশিকুর রহমান (৩০), মো. মিজানুর রহমান (৩৬), মো. মোস্তাফিজুর রহমান বুলু (৪০), মো. মোজাম্মেল হক (৪৭) ও মো. এরশাদুল ইসলাম (৩৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুল হাকিমের নেতৃত্বে এসআই মিজানুর রহমান মিজান, এএসআই হাশেম, কং হারুন অর রশীদ অভিযান চালিয়ে বজরা ইউনিয়নের কালপানি বজরা গ্রাম থেকে মোবাইলে অনলাইন অ্যাপসে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে জুয়াখেলায় ব্যবহৃত মোবাইল এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক জুয়ারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ