ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

শীতের প্রকোপে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১০.৬ ডিগ্রি

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২৩, ১৩:৫২ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩, ১৪:১৩

উত্তরের হিমেল বাতাসে প্রচণ্ড ঠান্ডার প্রকোপ বাড়তে শুরু করেছে চুয়াডাঙ্গায়। এক সপ্তাহের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। যা এ জেলায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, শুক্রবার সকাল ৯টায় ৯২ শতাংশ বাতাসের আর্দ্রতার সাথে তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এদিন সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ। বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বমিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, চুয়াডাঙ্গায় ক্রমশ তাপমাত্রা কমতে শুরু করেছে। এখনও ২-১ দিন তাপমাত্রা কমতে পারে। এরপর আবারও কিছুটা বাড়বে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ