ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

বাগাতিপাড়া-লালপুর সীমানায় পড়ে আছে যুবকের মরদেহ

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:১২ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:১৫

নাটোরের বাগাতিপাড়ায় লালপুর ও বাগাতিপাড়া সীমানার বড়াল নদীর উপরে নির্মিত রেল ব্রিজের নিচে পড়ে আছে অজ্ঞাত এক যুবকের (২০) মরদেহ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে স্থানীয়রা ওই এলাকায় গেলে এ মরদেহ পড়ে থাকতে দেখে।

স্থানীয়দের ধারণা রাতের কোনো একসময় রেল ব্রিজের উপর দিয়ে চলতে গিয়ে ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে নিচে পড়ে মারা গেছেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এটি রেলের ঘটনা হওয়ায় রেলওয়ে পুলিশ বিষয়টি দেখবে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, ঘটনাটি তারা জানার পরে সেখানে রেলওয়ে পুলিশ পাঠিয়েছে। সেখানে গিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ