ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টার পর মারা গেলেন স্ত্রীও

প্রকাশনার সময়: ১৪ ডিসেম্বর ২০২৩, ২৩:৪১

গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামী নুরুল ইসলামের (৫৭) মৃত্যুর চার ঘন্টা পর মারা গেছেন স্ত্রী জোসনা বেগম (৫০)।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদাড়ি গ্রামে এমন ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি চিরনিন্দ্রায় শায়িন হোন এই দম্পতি।

নুরুল ইসলাম উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদাড়ি গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতের খাবার শেষে নুরুল ইসলাম ঘুমিয়ে পড়েন। আজ সকাল ৮টার দিকে তিনি আকষ্মিকভাবে মারা যান। হঠাৎ স্বামীর এমন আকষ্মিক মৃত্যু মেনে নিতে পারেননি স্ত্রী জোসনা বেগম। একদিকে স্বামীর মৃত্যুর শোক অপরদিকে দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত জোসনা বেগম দুপুর ১২টার দিকে স্টোক করে মারা যান।

হোসেনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু জানান, ওই দম্পতির নামাজে জানাজায় তিনি গিয়েছিলেন। চার ঘণ্টার ব্যাবধানে স্বামী-স্ত্রীর এমন আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ