হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষটি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার এসআই আলাওল হক।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টায় চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চাঁনভাঙ্গা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- উপজেলার রামশ্রী গ্রামের আন্নর আলীর মেয়ে তামান্না আক্তার (১৪) ও একই উপজেলার জিকুয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে চালক তানিম মিয়া (১৭) এবং হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর এলাকার ছমেদ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাটগামী কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যান। সেখান গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে। পরে দুটি গাড়ি জব্দ করে পুলিশ থানায় নিয়ে আসে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ