ঢাকা, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুমিল্লায় চিকিৎসকের অবহেলায় মা ও নবজাতকের মৃত্যু 

প্রকাশনার সময়: ১৪ ডিসেম্বর ২০২৩, ১৩:০০

কুমিল্লায় চিকিৎসকের অবহেলায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার (১৩ ডিসেম্বর) রাতে নগরীর কাসারিপট্টি এলাকার কাজী ফাতেমা ক্লিনিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা পালিয়ে যান।

মারা যাওয়া ওই গৃহবধূর নাম মুন্নী আক্তার। তিনি আদর্শ সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের বাজগড়া গ্রামের মোস্তাক আহমেদের স্ত্রী।

স্বজনদের অভিযোগ, মঙ্গলবার প্রসবব্যথা শুরু হলে এক আত্মীয়ের মাধ্যমে মুন্নী আক্তারকে কাজী ফাতেমা ক্লিনিকে ভর্তি করা হয়। পরদিন বুধবার সকালে কর্তব্যরত নার্সরা নরমাল ডেলিভারির কথা জানান। রোগীর কোনো সমস্যা নেই। হাসপাতালে অপারেশন করার মতো কোনো যন্ত্রপাতি নেই। নরমাল ডেলিভারির নামে মুন্নীকে হত্যা করা হয়েছে।

গৃহবধূর বোন পিংকি আকতার বলেন, আমার বোনকে তারা হত্যা করেছে। এ হাসপাতালে কোনো চিকিৎসক নেই। প্রশাসনের কাছে আমার বোন হত্যার বিচার চাই।

তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাওসা নাসিম বলেন, আমাদের ভুলের কারণে রোগী মারা যায়নি। নরমাল ডেলিভারি করার সময় চাপ সহ্য করতে না পেরে রোগীর অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে আইসিইউ না থাকায় আমরা রোগীকে অন্য হাসপাতালের আইসিইউতে পাঠানোর নির্দেশ দেই। এসময় পথে রোগীর মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক মোহাম্মদ বলেন, রোগীর সব কিছু ভালো ছিল। গাইনি ডাক্তারদের পরামর্শে আমরা নরমাল ডেলিভারি করি। মূলত আমরা ইমারজেন্সি রোগীদের অন্য হাসপাতালে রেফার করে দিই। আমাদের হাসপাতাল যেহেতু স্পেশালাইজড হাসপাতাল নয় তাই এখানে পর্যাপ্ত ব্যবস্থা নেই।

কুমিল্লার কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ঘটনাটি আমরা শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ