ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

মিয়ানমারে অকটেন পাচার করতেন তিনি

প্রকাশনার সময়: ১৩ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৪

কক্সবাজারের টেকনাফে চোরাইপথে মিয়ানমারে পাচারকালে আমদানিকৃত দাহ্য পদার্থ ১৪৯৫ লিটার অকটেনসহ হারুন নামে পাচারকারি চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় পাচার কাজে ব্যবহৃত ২টি ইঞ্জিন চালিত মাছ ধরার পুরাতন সাম্পান জব্দ করা হয়েছে।

বুধবার ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাটের দক্ষিণ পাশে মেরিন ড্রাইভ সড়কে এ অভিযান চালানো হয়।

আটক মো. হারুন টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার রহিম আলীর ছেলে।

টেকনাফ থানার (ওসি) মুহাম্মদ ওসমান গণি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে একজনকে আটক করে অকটেন উদ্ধার করা হয়। যা সমুদ্র পথে পাচারের চেষ্টা করা হয়েছি। অভিযানে চক্রের আরও ৮-৯ জন সদস্য কৌশলে পালিয়ে গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। পলাতক সদস্যদেরকে গ্রেফতারের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ