বিএনপির ডাকা অবরোধের সমর্থনে এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নাটোরের সিংড়া উপজেলা ছাত্রদল।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সিংড়া-বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকায় এ মিছিল করেন নেতাকর্মীরা।
সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের নির্দেশনায় অবরোধের শেষ দিনে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল করেন। পরে সড়ক অবরোধ করে ছাত্রদলের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বলেন, বিএনপির এক দফা দাবি আদায়ে আন্দোলন চলবে। যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ বিএনপি মাঠে থাকবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ