ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধে এক যুবকের মৃত্যু

প্রকাশনার সময়: ১৩ ডিসেম্বর ২০২৩, ১৬:০৭

নাটোরের গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধে সাইফুল ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের পশ্চিম নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম নওয়াপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিক এর ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন জানান, বুধবার সকালে সাইফুলের সাথে উপজেলার পশ্চিম নওয়াপাড়া গ্রামে জমি নিয়ে বাকবিতণ্ডা বাধে একই এলাকার তারাজুলের ছেলে সোহেলের সাথে। এ সময় দুজনেই উত্তেজিত হলে সাইফুল হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে মৌখাড়া বাজারের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ