ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

কক্সবাজার সৈকতে ভেসে এলো যুবকের মরদেহ

প্রকাশনার সময়: ১৩ ডিসেম্বর ২০২৩, ১৩:৫২

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে দরিয়ানগর সমুদ্রসৈকত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের ওসি গাজি মিজান।

তিনি জানান, সকালে সমুদ্রসৈকতের রামু উপজেলা অংশের দরিয়ানগর পয়েন্ট থেকে সৈকতে ভেসে আসা এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ওই যুবকের বয়স আনুমানিক ২৩-২৪ বছর। যুবকের শরীরে আঘাতের চিহ্ন নেই। জিন্স প্যান্ট ও কালো টি-শার্ট পরিহিত ছিল। এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা নিশ্চিত করতে পারেননি।

ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ