ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

তাড়াশে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ১৩ ডিসেম্বর ২০২৩, ১১:৪৮ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩, ১১:৫১

সিরাজগঞ্জের তাড়াশে মিম খাতুন (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ ডি‌সেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিম খাতুন ওই গ্রামের আব্বাস উদ্দিনের মেয়ে।

তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, কিশোরী মিম খাতুন তার মায়ের সঙ্গে ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। ছুটিতে বাড়িতে চলে আসেন। পরে তার মা তাকে নিয়ে ঢাকায় ফেরার কথা জানালে মিম আরও দু-তিন দিন থাকবে জানায়। এ সময় তার মা তাকে বকাঝকা করলে সন্ধ্যার দিকে সবার অজান্তেই ঘরের আড়ার সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে রাতেই ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ