বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

২৪ ঘণ্টায় কুড়িগ্রামে গ্রেফতার ২৬

প্রকাশনার সময়: ১৩ ডিসেম্বর ২০২৩, ১১:১৩

কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন।

জানা গেছে, বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে উলিপুর ৫, ফুলবাড়ী ১, ভূরুঙ্গামারী ১, সিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম ১, উলিপুর ১, নাগেশ্বরী ২, রৌমারী ১, কচাকাটা ১, নিয়মিত মামলায় কুড়িগ্রাম ৪, ভূরুঙ্গামারী ৩, পূর্বের মামলায় ফুলবাড়ী ৩, জিআর সাজা ওয়ারেন্ট মূলে রাজারহাট ১, নাগেশ্বরী ১, সিআর সাজা ওয়ারেন্ট মূলে রৌমারীতে ১ জনসহ মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ