ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

বেশি দামে পেঁয়াজ বিক্রি, ১১ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২৩, ২৩:৪১

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ১১জন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলা উদ্দিন এই অভিযান পরিচালনা করেন।

নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ও ছোট কুমিরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বেশি দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে বাড়বকুণ্ড বাজার এলাকায় ৬টি মুদি দোকানকে ১৮ হাজার টাকা এবং ছোট কুমিরা বাজার এলাকায় ৫টি দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বিভিন্ন দোকানে চিনি, ডিম, তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাচাই করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলা উদ্দিন জানান, চড়া দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে এই অভিযান চালানো হয়। যেসব মুদি দোকানে বেশি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে তাদেরকে জরিমানা করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে তিনি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ