নড়াইলের কালিয়ায় নকল ডিটারজেন্ট পাউডার বিক্রির অপরাধে অসাধু তিন বিক্রেতাকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে কালিয়া বাজারে পিকআপ গাড়িতে করে ভ্রাম্যমাণভাবে এস আর পাওয়ার হোয়াইট ডিটারজেন্ট নামে নকল ডিটারজেন্ট পাউডার বিক্রি করেছিল অসাধু ব্যবসায়ীরা।
এ অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনেটারি ইন্সপেক্টর ও কালিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নকল ডিটারজেন্ট পাউডার জব্দ করেন।
এ সময় নকল ও ভেজাল ডিটারজেন্ট পাউডার বিক্রির দায়ে খুলনার জেলার দৌলতপুর এলাকার গনি মৃধার ছেলে কবির মৃধাসহ তিনজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও নকল এস আর পাওয়ার হোয়াইট নামে ৫০০ গ্রাম প্যাকেটের ১০০০ প্যাকেট ডিটারজেন্ট পাউডার জব্দ করে উপজেলা পরিষদের ডোবায় নষ্ট করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে যৌথ অভিযান চালিয়ে তিনজনকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ