লালমনিরহাটের কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে প্রকারভেদে পেঁয়াজের দাম কমেছে ৪০-৫০ টাকা।
মঙ্গলবার লালমনিরহাট সদর ও কালীগঞ্জের বিভিন্ন হাটবাজারের পাইকারি পেঁয়াজের বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ টাকা।
গত দুই- তিন দিন আগে প্রতি কেজি নতুন পেঁয়াজ বিক্রি হয়েছিল ১৫০ টাকা ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছিল ২২০ টাকা দরে।
গোশালা বাজারের পেয়াজ ব্যবসায়ী আহসান আলী নামের এক বিক্রেতা জানান, বাজারে নতুন পেঁয়জের আমদানি শুরু হয়েছে। নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। পেঁয়াজ যেহেতু পঁচে যায়, বেশি দিন রাখা যায় না; সেটিও পেঁয়াজের দাম কমার একটি কারণ। পেঁয়াজের দাম কমায় ব্যবসায়ীদের লোকসান হচ্ছে বলেও দাবি করেন তিনি।
অপরদিকে পেঁয়াজের দাম কমলেও সন্তুষ্ট নন ক্রেতারা। তারা জানান, প্রতি কেজি পেঁয়াজ ৩০-৪০ টাকা হলে ভালো হতো। বাজারে প্রতিটি জিনিসেরই দাম বেশি। উল্লেখ্য সম্প্রতি জেলা এবং উপজেলা প্রশাসন বিভিন্ন হাটবাজারে পেঁয়াজের দাম মনিটরিং করার কারণে অসাধু ব্যবসায়ীরা একচেটিয়া ব্যবসা করতে পারেনি।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম জানান, কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের দাম বাড়িয়েছে। যখন ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করল তখন কোনো লেবার খরচ বাড়েনি। তারপরও অতি মুনাফার লোভে কিছু অসাধু ব্যবসায়ী এর দাম বাড়িয়ে দিয়েছে। তাদের আমরা মনিটরিং করছি এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ