গাজীপুরে টাইলস ভর্তি একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। মঙ্গলবার মহানগরীর গাছা থানাধীন ঝাজর এলাকায় এ ঘটনা ঘটে।
জিএমপি’র গাছা থানার ওসি শাহ আলম জানান, মঙ্গলবার সকালে ময়মনসিংহের ভালুকা থেকে টাইলস ভর্তি মেসার্স সামনা ট্রান্সপোর্ট পরিবহনের একটি কাভার্ডভ্যান কুমিল্লা যাচ্ছিল। পথে ঢাকা বাইপাস সড়কের (নাওজোর-ভুলতা) ঝাজর এলাকায় ৮/১০ জন দুষ্কৃতিকারী গাড়িটির গতিরোধ করে। পরে তারা পেট্রোল ঢেলে ওই কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ