কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গ্রামীণ কাঁচা রাস্তার মাটির কাজের মাধ্যমে অতিদরিদ্র গ্রামীণ বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় সুবিধা ভোগ করছে অতিদরিদ্ররা। সরকারের উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পাল্টে যাচ্ছে অবহেলিত গ্রামীণ জনপদের চিত্র। এই প্রকল্প হাতে নেওয়ায় গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন অব্যাহত রয়েছে। এতে একদিকে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পেয়েছে। সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকসহ সাধারণ মানুষ।
খোঁজ নিয়ে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণায়ের অধীনে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্প বাস্তবায়নের ফলে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শ্রীনগর, আগানগর, সাদেকপুর ও গজারিয়া ইউনিয়ন জোয়ানশাহী হাওরসহ ৫ হাজার একর কৃষি জমিতে উৎপাদিত প্রায় দুই লক্ষ মণ ধান উৎপাদন ও সংরক্ষণে ওইসব গ্রামীণ কাঁচা রাস্তা উন্নয়ন ও সংস্কারের ফলে হাজার হাজার কৃষক এর সুফল ভোগ করছে। তাছাড়া ওইসব রাস্তাগুলো এলাকার সাধারণ মানুষজনের সহজ যোগাযোগের জন্য বিরাট ভূমিকা পালন করছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৩-২৪ অর্থবছরে (প্রথম পর্যায়) অতিদরিদ্রদের জন্য কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় উপজেলার ৭টি ইউনিয়নের ১৯টি গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কার করা হচ্ছে। প্রতিটি রাস্তাকে একটি প্রকল্প ধরা হয়েছে সাদেকপুর, আগানগর, শিমুলকান্দি, গজারিয়া, কালিকাপ্রসাদ,শিবপুর ও শ্রীনগর ইউনিয়নের ১ হাজার ২৩ জন অতিদরিদ্র মানুষ রাস্তা সংস্কারের কাজ করছে। যাঁরা দৈনিক ৪০০ টাকা মজুরিতে ৪০ দিনের প্রকল্পে কাজ করবেন। প্রতি শ্রমিক হাজিরা হিসেবে দুটি ধাপে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৬ হাজার টাকা মজুরি পাবে। এতে গ্রামীণ কাঁচা রাস্তাগুলো যেমন চলাচলের উপযোগী হবে, তেমনি অতিদরিদ্র মানুষগুলো আয়ের মাধ্যমে আর্থিক সুবিধা পাবে। এই কর্মসূচি সুষ্ঠু ও স্বচ্ছভাবে যেন সম্পন্ন হয়, সে জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত কাজ পরিদর্শন করেন।
সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ কাঁচা রাস্তা প্রকল্প ঘুরে দেখা গেছে, প্রতিদিনই কাজ করছেন শ্রমিকেরা। মাটি ফেলে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর গর্ত ও দেবে যাওয়া অংশ সংস্কার করা হচ্ছে। এসব কাজে যাতে কোনো ধরনের ফাঁকি দেওয়া না হয়, সে জন্য হাজিরা নিশ্চিতসহ কাজ তদারকি করছেন সংশ্লিষ্টরা। পথচারী ও এলাকাবাসীর সাথে কথা হলে তারা বলেন, বর্ষা মৌসুমে বৃষ্টি আর শুকনোর সময় ধুলোর কারণে গ্রামীণ এসব রাস্তা দিয়ে চলাফেরা করা কষ্টকর। সরকারি প্রকল্পের আওতায় এসব রাস্তায় মাটি ফেলে সংস্কার করা হচ্ছে। এতে চলাফেরায় স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও রোগীসহ মানুষজনের কষ্ট কমবে।
কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিটন মিয়া বলেন, আমার ইউনিয়নে অতিদরিদ্র মানুষরা ৪০ দিনের প্রকল্পে কাজ করার সুযোগ পেয়েছেন। তারা প্রত্যেকে প্রতিদিন ৪০০ টাকা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দুইধাপে ১৬ হাজার টাকা আয় করবেন। এই কর্মসূচির আওতায় ওই সব পরিবারগুলো আর্থিকভাবে লাভবান হবে।
প্রকল্পে কাজ করেন ঝরনা বেগম নামের একজন উপকারভোগী বলেন, এই প্রকল্পের আওতায় কাজ করার সুযোগ পাওয়ায় আমার বেশ উপকার হয়েছে। ৪০ দিন কাজ করে যে টাকা পাব তা দিয়ে ছেলে মেয়ের লেখাপড়ার খরচের পাশাপাশি সংসারে কিছুটা সচ্ছলতা আসছে। তার দাবি দৈনিক মজুরি ৬০০ টাকা যেন করা হয়।
মো. আবুল মিয়া নামে আরেক উপকারভোগী বলেন, এ কাজের সুযোগ পেয়ে বেশ উপকার হয়েছে। আমরা মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে নিজের টাকা নিজেই তুলি। হাজিরার টাকায় পরিবারের খরচ মিটানোর পাশাপাশি ক্ষুদ্র ঋণের কিস্তি পরিশোধ করতে আর সমস্যা হবে না। এ কর্মসূচী যেন চলমান রাখে সরকারের প্রতি দাবি জানান তিনি।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত বলেন, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার ৭ টি ইউনিয়নের ১৯টি গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কার হচ্ছে। এতে মোট ১ হাজার ২৩ জন অতিদরিদ্র মানুষের কাজের সুযোগ হয়েছে। মাস্টার রোল অনুপাতে যতজন কাজ করবে শুধু তারাই তাদের নিজের নামে থাকা সিমের মাধ্যমে টাকা তোলতে পারবে। কাজ না করে কেউ টাকা তোলার সুযোগ নাই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.কে.এম গোলাম মোর্শেদ খান বলেন, এই প্রকল্পের আওতায় প্রত্যন্ত এলাকার গ্রামীণ রাস্তাগুলো চলাচলের উপযোগী করা হচ্ছে। পাশাপাশি অতিদরিদ্র মানুষ আয় করতে পারছেন। সব প্রক্রিয়াই স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। এখন ডিজিটাল ব্যাংকিং সিস্টেমে প্রকল্পের কাজে যুক্ত সুবিধাভোগীরাই শুধু তাদের টাকা তুলতে পারবে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ