কুড়িগ্রামের উলিপুরে শর্ট সার্কিটের আগুনে পুড়ে ঔষধ, কাপড়, ডিম ও ফিডের দোকানসহ মোট ৫টি দোকানের নগদ টাকাসহ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১১ ডিসেম্বর) রাতে থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারের ব্যবসায়ীরা রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। এরপর রাত সাড়ে এগারোটার দিকে ৪টি দোকানের মধ্যে কাপড় থাকা দোকান থেকে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে উঠে মুহূর্তেই সেই দোকানের আশেপাশে থাকা আরও ৩টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হুমায়ুন কবির, রফিক মিয়া, সুজা মিয়া ও রফিকুল ইসলাম বলেন, আমাদের এই বাজারে ফিড, ভুষি, ডিম, কাপড় ও ঔষধের দোকানের ব্যবসা ছিল। শর্ট সার্কিটে আগুন থেকে আমাদের দোকান পুড়ে ছাই হয়েছে। এতে আমাদের নগদ টাকাসহ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা কান্না জড়িত কন্ঠে বলেন, ধারদেনা করে লাভের আশায় দোকানে মাল তুলেছিলাম আগুনে সব শেষ করে দিল। এখন পরিবার পরিজন নিয়ে আমরা বিপদে পড়েছি। কিভাবে ক্ষতি পুষিয়ে উঠব ভেবে পাচ্ছি না।
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্বাস আলী বলেন, প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেখানে ৪টি দোকান পুড়ে যায়। আগুনের উৎস জানতে চাইলে তিনি বলেন, কাপড়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হয়েছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ