ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

গুরুদাসপুরে বিনামূল্যে সার-বীজ পেলেন সাড়ে ৫ হাজার কৃষক

প্রকাশনার সময়: ১১ ডিসেম্বর ২০২৩, ১৯:৫১

নাটোরের গুরুদাসপুরে বোরো (হাইব্রিড ও উফশী) ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে রবি মৌসুমে চলতি অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে কৃষি উপকরণ প্রদানের উদ্ধোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ার‌্যান মো. আনোয়ার হোসেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশীদ, মো. মনিরুল ইসলামসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার কৃষককে জনপ্রতি ২ কেজি করে হাইব্রিড ধান বীজ ও ২ হাজার ৫শ জনকে উফশী ধান বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

কৃষি কর্মকর্তা হারুনর রশীদ বলেন, বোরো ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে রবি মৌসুমে সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ