ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডিমলা হানাদারমুক্ত দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা 

প্রকাশনার সময়: ১১ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৫ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৭

নীলফামারীর ডিমলায় পাক হানাদারমুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে এ উপলক্ষে একটি র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডিমলা উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে আলোচনা সভায় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, ডিমলা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতারা।

১৯৭১ সালের ১১ ডিসেম্বর ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে বীর মুক্তিযোদ্ধারা সারাদেশের ন্যায় ডিমলাকে মুক্ত করেছিল।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ