ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

পীরগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশনার সময়: ১১ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরে বোরো মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নিহারঞ্জন রায়, ইসরাত জাহান লিসা উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার আব্দুর রহিম, মোজাম্মেল হক, সাংবাদিক ফাইদুল ইসলাম।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, ২০২৩- ২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার তালিকাভুক্ত ৪ হাজার ৭শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ২১০০ জন কৃষককে এসএল- ৮, জনক রাজ জাতের বীজ ও ১০ কেজি ডেট সার এবং ১০ কেজি পটাশ সার প্রণোদনা দেয়া হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ