ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশনার সময়: ১১ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৩

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে রবি চন্দ্র দাস ভুট্টু (৫২) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের হলদিয়া গ্রামের কন্নিপাড়া রেলগেট এলাকায় সংলগ্ন স্থানে দুর্ঘটনা ঘটে।

নিহত রবি চন্দ্র দাস ভুট্টু উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদাহ গ্রামের নরেন্দ্র দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রবি চন্দ্র দাস আড়ৎ থেকে মাছ কিনতে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তিনি বেশ অন্যমনস্ক ছিলেন। ট্রেন আসছে দেখে স্থানীয়রা তাকে চিৎকার করে রেললাইন থেকে সরে আসার আহ্বান করছিলেন। তবে তিনি কর্ণপাত করেননি।

একপর্যায়ে লালমনিরহাট-সান্তাহারগামী টুয়েন্টি ডাউন নামে একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে বোনারপাড়া রেলওয়ে পুলিশের স্টেশন ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, ট্রেনে কাটা পড়ে রবি চন্দ্র দাস ভুট্টু নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। খবর পেয়ে বোনারপাড়া রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার সময় খুব কুয়াশা ছিল। স্থানীয়দের কেউ বলছেন কানে হেডফোন ছিল, কেউ বলেছেন ছিল না। তবে অনেকটাই অন্যমনস্ক ছিলেন। স্থানীয় চেয়ারম্যানসহ পরিবারের লোকজন এসেছিলেন। অভিযোগ না থাকায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ