ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ডভ্যানচাপায় কলেজছাত্র নিহত

প্রকাশনার সময়: ১০ ডিসেম্বর ২০২৩, ২০:৩০

গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ডভ্যানচাপায় অটোরিকশারোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (১০ ডিসেম্বর) কাপাসিয়া সদর ইউনিয়নের কান্দানিয়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সৌরভ দাস (২২) কাপাসিয়া সদর ইউনিয়নের বরুন গ্রামের রবিন্দ্র চন্দ্র দাসের ছেলে এবং স্থানীয় খিরাটি বঙ্গতাজ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, কাপাসিয়া বাজারে প্রয়োজনীয় কেনাকাটা শেষে সকালে একটি অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন সৌরভ দাস। পথে কাপাসিয়া বাইপাস সড়কের কান্দানিয়া চৌরাস্তা এলাকায় পৌঁছলে নরসিংদীগামী সুতাভর্তি একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশারোহী সৌরভ ছিটকে সড়কের উপর পড়ে একই কাভার্ডভ্যানের নিচে চাপাপড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়রা কাভার্ডভ্যানসহ চালক আব্দুল বাছির (২৮) ও হেলপার আলমগীর হোসেনকে (২৬) আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার এবং চালক ও হেলপারসহ কাভার্ডভ্যানটি আটক করে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ